আজকাল ওয়েবডেস্ক: বৌবাজারের পর এবার সল্টলেক। মোবাইল চুরির অভিযোগে ‘পিটিয়ে খুন’ করা হল এক যুবককে। ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। মৃতের নাম প্রসেন মণ্ডল। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতালে এক যুবককে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত যুবককে যে ব্যক্তি সঙ্গে করে নিয়ে এসেছিল তাঁকে আটক করে পুলিশ। জানা যায়, মোবাইল চোর সন্দেহে অভিযুক্ত এবং আরও দুজন মিলে বেধড়ক মারধর করে প্রসেনেকে। ধৃতদের নাম তপন সরকার, হর্ষিত সরকার এবং শ্রীদাম মণ্ডল।
সল্টলেকের পোলেনাইটের লোহার পোল এলাকায় ফলের দোকান রয়েছে তপনের। মূল রাস্তার মোড় থেকে কিছুটা ভেতরে গেলে প্রসেন মণ্ডলের বাড়ি। সেখানেই দিদার সঙ্গে থাকত সে। প্রতিবেশীরা জানাচ্ছেন, প্রসেন নিজে কিছু করত না। মানসিক ভাবে কিছুটা অসুস্থ ছিল সে। দিদাই কাজ করে কোনোরকম দুবেলার খাবার জোটাতেন। প্রায়দিনই রাতে বাড়িতে আসত না প্রসেন। রাস্তার ধারে এদিক ওদিক শুয়ে কাটিয়ে দিত। শুক্রবার রাতে ফোন চুরির অভিযোগে শনিবার ভোরে প্রসেনের ওপর কার্যত নির্মম অত্যাচার চালায় তিন অভিযুক্ত। তপন সরকারের বাড়ি বর্তমানে তালাবন্ধ। বন্ধ রয়েছে ফলের দোকানও। প্রতিবেশীরা জানালেন, প্রসেনের দিদা সকাল থেকেই হাসপাতালে। ঘটনায় শোকস্তব্ এবং শ্রীদাম মণ্ডল।