ছাত্রাবাসে পিটিয়ে মারার ঘটনায় ১৪ জনের পুলিশি হেফাজত
আজকাল | ৩০ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সরকারি ছাত্রাবাসে পিটিয়ে মারার অভিযোগে ধৃত ১৪ জন অভিযুক্তকে আগামী ৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। ধৃতরা সকলেই ছাত্র বা প্রাক্তন ছাত্র বলে পুলিশ জানিয়েছে। এই ১৪ জনের মধ্যে প্রিয়ম মণ্ডল যেমন প্রেসিডেন্সি কলেজের ছাত্র তেমনি রানা হেমব্রম রবীন্দ্রভারতীর পড়ুয়া। গ্রেপ্তার করা হয়েছে রাজাবাজার সায়েন্স কলেজের অভিযুক্ত ছাত্র মনোজ সরকারকে। সেইসঙ্গে দুধকুমার মণ্ডল ও শঙ্কর বর্মণ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্র বলে জানা গিয়েছে। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে ঋতম হালদার, শুভঙ্কর মান্ডি, রাজেশ কর্মকার, কার্তিক মণ্ডল, প্রদীপ দাশ, হিমাংশু মান্ডি, সুবীর টুডু, পবিত্র মুর্মু ও উজ্জ্বল হাঁসদা নামে আরও এক অভিযুক্তকে। এদের সকলের বিরুদ্ধেই মুচিপাড়া থানায় খুন, ষড়যন্ত্র-সহ আরও কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, টেলিভিশন মেকানিক ইরশাদ আলমকে মোবাইল চোর সন্দেহে আটকে রেখে অভিযুক্তরা ব্যাপক মারধর করে। উদয়ন হস্টেল নামে যে হস্টেলের ভেতরে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ সেটি নির্মলচন্দ্র সেন স্ট্রিটে। ওই হস্টেলের আবাসিক শঙ্কর বর্মণের মোবাইল গত বৃহস্পতিবার চুরি হয় বলে জানা যায়। শুক্রবার ইরশাদকে এলাকায় ঘুরতে দেখে তাঁকে মোবাইল চোর সন্দেহে টেনে হিঁচড়ে হস্টেলের ভেতরে ঢুকিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে উদ্ধার করে পুলিশ তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় ইরশাদের।