বল কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু ...
আজকাল | ৩০ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বল কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রের। শনিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মলুবসান গ্রামে। মৃতের নাম, শুভম রানা। আজ বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল সে। আচমকা বল গড়িয়ে পড়ে জমিতে। পাশেই ছিল মাছের ভেড়ি। বল কুড়োতে গিয়ে তারে হাত লেগে যায় পড়ুয়ার। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নাবালক। চিৎকারের শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরেই বেআইনিভাবে মাছের ভেড়িতে বিদ্যুতের সংযোগের অভিযোগ তুলেছে মৃত পড়ুয়ার পরিবার। যা ঘিরে আগেও স্থানীয়রা অভিযোগ করেছিলেন। পড়ুয়ার মৃত্যুর পরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগের ভিত্তিতে ভেড়ির মালিকের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর।