রথযাত্রার ছুটি 'নষ্ট'! সরকারি ছুটি ক'দিন? জুলাই মাসের তালিকা দেখে নিন
এই সময় | ৩০ জুন ২০২৪
রথের প্রস্তুতি চলছে জোরকদমে। এদিকে রাজ্যে ফের উপনির্বাচনের দামামা। ভোট উৎসব এবং উৎসবের মধ্য দিয়েই কাটতে চলেছে জুলাই মাস। এই মাসে সরকারি কর্মীরা কতদিন ছুটি পাচ্ছেন? দেখে নিন তালিকা।জুলাই মাসে সরকারি ছুটির তালিকা
রাজ্যে জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে রথযাত্রার প্রস্তুতি। ৭ তারিখ রথযাত্রার আনন্দে মাতবে গোটা রাজ্য। এই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু, সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ। ৭ জুলাই রবিবার। আর রবিবার হওয়ার কারণে এই ছুটিটি আলাদা করে পাচ্ছেন না তাঁরা। অন্যদিকে, ১৭ জুলাই রয়েছে মহরম। এই দিন অর্থাৎ বুধবার সরকারি কর্মীরা ছুটি পেতে চলেছেন।
অন্যদিকে, রবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ১৩ জুলাই। কিন্তু, এই দিনটি শনিবার পড়ছে। অর্থাৎ সেই অর্থে রাজ্য সরকারি কর্মীদের জুলাই মাসে কোনও টানা ছুটি প্রাপ্য নেই।
তবে অগাস্ট মাসে বেশ কয়েকটি ছুটি প্রাপ্য রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। এর মধ্যে ১৫ অগাস্টের ছুটির পাশাপাশি রাখীর জন্য ১৯ অগাস্ট সোমবার, জন্মাষ্টমী ২৬ অগাস্ট সোমবার ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। ফলে শনি-রবি-সোম, মাসে দুই বার এই রকম টানা ছুটির সুযোগ রাজ্যের সরকারি কর্মীদের কাছে থাকছে।
উল্লেখ্য, ১ জুলাই রাজ্যের সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে। এদিন রাজ্যের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন। সংশ্লিষ্ট দিনটিকে ‘ডক্টর দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। আর সেই কারণেই সোমবার দুপুর ২ টোর পর সমস্ত রাজ্য সরকারের অফিস বন্ধ থাকবে। কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স ও কলকাতা কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিস অবশ্য অন্যান্য দিনের মতোই পুরো সময় খোলা থাকবে।
প্রসঙ্গত, প্রত্যেক বছর রাজ্যের সরকারি কর্মীদের ছুটির ক্যালেন্ডার প্রকাশিত হয়। চলতি বছর সরকারি কর্মীদের মোট ছুটির পরিমাণ ৪৫ দিন। বছরে এনআইএ অ্যাক্টে ছুটি থাকবে ২২ দিন। একইসঙ্গে রাজ্য সরকারের দেওয়া ছুটি থাকবে ২৩ দিন। পাশাপাশি নিয়ম মোতাবেক অন্যান্য ছুটি রয়েছে। বেশ কিছু ছুটি রবিবার দিনে পড়ায় তা হাতছাড়া হয়েছে। কিছু সময় একই দিনে হলি ডে হওয়ার কারণে ছুটি কমছে বলে অক্ষেপ সরকারি কর্মীদের একাংশের।