অভিযোগ, ভোট পরবর্তী হিংসা ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী স্কুলে ক্যাম্প করে থাকায় প্রায় আড়াই মাস ধরে বন্ধ পঠন-পাঠন। রাজ্য সরকারের শিক্ষা দফতরের নির্দেশে গত ২২ এপ্রিল থেকে শুরু হয় গরমের ছুটি। তার মধ্যে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় বহু স্কুলে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা হয়। ভোট মিটে যাওয়ার পরে সরকারি নির্দেশ অনুযায়ী, ৩ জুন থেকে স্কুলের কাজকর্ম শুরু হয়েছে। ১০ জুন থেকে নিয়মিত পঠন-পাঠনও শুরু হয়। কিন্তু কিছু স্কুল ও কলেজে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প থেকে যাওয়ায় ঠিকমতো ক্লাস শুরু করা যায়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে ক্লাসগুলি বিভিন্ন দিনে ভাগ করে কয়েকটি স্কুল চলছে।
বামনঘাটা হাই স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের প্রায় কুড়িটি ক্লাস ঘরে বাহিনী আছে। শৌচাগারও জওয়ানেরা ব্যবহার করছেন। সে কারণে এখনও পর্যন্ত স্কুলটি চালু করা যায়নি। দশম শ্রেণির ছাত্র রবিন মণ্ডল বলে, ‘‘স্কুল বন্ধ থাকায় আমাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। অবিলম্বে ক্লাস চালু করতে হবে। সামনে আমাদের মাধ্যমিক পরীক্ষা। তার আগে যদি সিলেবাস শেষ না হয়, তা হলে আমাদের কী হবে কেউ কি ভেবেছে?’’
স্কুলের প্রধান শিক্ষক মানস হালদার বলেন, ‘‘এটা পিছিয়ে পড়া এলাকা। এই এলাকার বহু ছাত্রছাত্রীর গৃহশিক্ষকের কাছে পড়ার ক্ষমতা নেই। তাদের কাছে স্কুলের পঠন-পাঠনই একমাত্র ভরসা। যাতে দ্রুত ক্লাস চালু হয়, সে জন্য প্রশাসনের কাছে আমরা আর্জি জানাচ্ছি।’’