• ফের সোনার দোকানে লুট! মাদুলি কিনতে এসে হার, আংটি-সহ আড়াই লক্ষের গয়না নিয়ে চম্পট হুগলিতে
    আনন্দবাজার | ৩০ জুন ২০২৪
  • গত কয়েক দিনে রাজ্যের নানা জায়গায় গয়নার দোকানে চুরি-ডাকাতির অভিযোগ উঠছে। এ বার হুগলির চণ্ডীতলায় ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে চণ্ডীতলার বরতাজপুরের একটি গয়নার দোকানে আসেন দুই যুবক। তাঁরা মাদুলি কিনতে চান। দোকানদার যখন তাঁদের মাদুলি দেখানোর জন্য ব্যস্ত, তখনই দু’জন গয়নাগাটি নাড়াঘাঁটা শুরু করেন। সেই সময় দোকানে ক্রেতাদের তেমন ভিড় ছিল না। সেই সুযোগকে কাজে লাগান দু’জন। এক জন দোকানে থাকা কর্মীকে রুপোর মাদুলি দেখাতে বলেন। তার পর একটার পর একটা গয়না দেখতে শুরু করেন। অন্য জন তত ক্ষণে গিয়ে দাঁড়িয়েছেন দোকানের গেটের সামনে। ড্রয়ার খুলে গয়না দেখতে দেখতে আচমকা সোনার আংটি, হার ইত্যাদি নিয়ে দু’জন দৌড় দেন বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য দেখা গিয়েছে।

    দোকানমালিক জাকির হোসেন বলেন, ‘‘আমি তখন দোকানে ছিলাম না। আমার ছেলে (শেখ জিশান) একাই ছিল দোকানে। ও কিছু বোঝার আগেই সোনার চেন, আংটি পকেটে ভরে চম্পট দেয় দুই দুষ্কৃতী। দু’জনেই হিন্দিতে কথা বলছিল। আমাদের মনে হচ্ছে ভিন্‌রাজ্যের বাসিন্দা হতে পারে ওরা। এলাকায় আগে দেখিনি।’’ তাঁর দাবি, প্রায় আড়াই লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। হুমকি দিয়ে দোকান লুট করেছে দুষ্কৃতীরা।

    ইতিমধ্যেই চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (আনন্দবাজার)