আজকাল ওয়েবডেস্ক : জীবন মূল্যবান। জরুরী ভিত্তিতে মানুষের প্রাণ বাঁচাতে নতুন কোর্স শুরু করতে চলেছে এসএনইউ। পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে এই নতুন কোর্স শুরু করছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির অ্যালায়েড হেলথ সায়েন্সেস বিভাগ। বেসিক লাইফ সাপোর্ট কোর্স। জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসার পাঠ দেওয়া হবে এখানে। হৃদরোগ, জলে ডোবা থেকে উদ্ধার হওয়া ব্যাক্তিকে কীভাবে প্রাথমিক চিকিৎসা করা হয় সেটাই শেখানো হবে। বিশিষ্ট চিকিৎসক ডা. ভবতোষ বিশ্বাসের তত্ত্বাবধানে এই উদ্যোগ রূপায়িত হচ্ছে এসএনইউতে। স্বাস্থ্য, শিক্ষা এবং অন্য চাকরির ক্ষেত্রে এই কোর্সের সার্টিফিকেট বাড়তি সুবিধা দেবে। বাঁচবে প্রাণ, ফিরবে জীবনবোধ।