• হাবড়া স্টেশনের কাছে বড় বিপত্তি! বনগাঁ-শিয়ালদা শাখায় বন্ধ ট্রেন চলাচল
    এই সময় | ৩০ জুন ২০২৪
  • বনাগাঁ-শিয়ালদা শাখায় হাইটেনশন তার বিঘ্নিত রেল চলাচল। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ডাউন লাইনের রেল চলাচল। জানা গিয়েছে, হাবড়া এলাকায় ৩০ নম্বর রেল গেটটি গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছিল। রেল গেটটি গিয়ে পড়ে হাইটেনশন তারে। ফলে সেখান থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। এদিকে এরই মাঝে সেখানে পৌঁছয় ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল। আগুনের ফুলকি দেখে চরম আতঙ্ক ছড়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি ট্রেন থেকে লফিয়ে নামতে শুরু করেন যাত্রীরা। হুড়োহুড়িতে কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে খবর।দ্রুত ঘটনার কথা ছড়িয়ে পড়ে এলাকায়। ফলে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় মানুষজন। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘটনার জন্য রেলের গাফিলতিকেই দায়ী করেন তাঁরা। এর ফলে বড়সড় বিপদ ঘটে যেতে পারত বলেও মনে করছেন কেউ কেউ। ঘটনার জেরে বেশকিছুক্ষণ বন্ধ ট্রেন চলাচল। যদিও এদিন রবিবার, ছুটির দিন। তাই সপ্তাহের কাজের দিনের তুলনায় খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের ভিড় কম। কিন্তু তারপরেও যে সমস্ত মানুষ এদিন বিভিন্ন কারণে ট্রেনে সফর করছিলেন, তাঁদের এই ঘটনার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়।

    আরও জানতে রিফ্রেশ করুন
  • Link to this news (এই সময়)