জোড়া ঘূর্ণাবর্তে সক্রিয় মৌসুমী বায়ু, আগামী ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
এই সময় | ০১ জুলাই ২০২৪
চলতি বছর উত্তরবঙ্গে সময়ের আগে প্রবেশ করেছে বর্ষা। এরপর থেকে সেখানে ভারী বৃষ্টিপাত চলছেই। এদিকে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গেও প্রবেশ করেছে মৌসুমী বায়ু। ইতিমধ্যেই কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এদিকে দুটি ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাতেই। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অসম, উত্তরপ্রদেশ এবং পঞ্জাবে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওডিশা-বাংলা উপকূলের কাছাকাছি নিম্নচাপটির অবস্থান। তা ক্রমশ শক্তি হারাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওডিশা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত রূপে থেকে যাবে নিম্নচাপটি।
দক্ষিণবঙ্গজুড়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আগামী কয়েকদিন একই রকম থাকতে পারে তাপমাত্রা। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত না হলে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতে হতে পারে ভারী বৃষ্টিপাত। অন্যদিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে।
সোমবার ১ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে মালদাতে। মঙ্গলবার দার্জিলিং থেকে মালদা সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে কিছুটা কমবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে, আগামী তিন থেকে চার দিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য কমবে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।