১জুলাই থেকে শতাব্দী এক্সপ্রেসে জুড়ছে ভিস্তাডোম কোচ
আজকাল | ০১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রাকৃতিক শোভা ট্রেন যাত্রীদের উপভোগ করানোর উদ্দেশ্যে হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী শতাব্দী এক্সপ্রেসে ভিস্তাডোম কোচ জুড়ে দেওয়া হচ্ছে। আগামীকাল ১জুলাই থেকে আগামী বছরের ৩০জুন পর্যন্ত সাময়িক ভাবে ১২০৪১-১২০৪২ হাওড়া - নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে এই কোচ লাগানো হবে, যার ফলে শতাব্দী এক্সপ্রেস ১৪ কোচের পরিবর্তে ১৫ কোচ নিয়ে চলাচল করবে বলেই পূর্ব রেল সূত্রের খবর। ভিস্তাডোম কোচের ক্ষেত্রে সবরকম আধুনিক ব্যবস্থাপনা সহ আধুনিক তথ্যপ্রযুক্তিগত সবরকম সুযোগ সুবিধা পাওয়া যাবে বলে রেলের পক্ষে জানানো হয়েছে।