আজকাল ওয়েবডেস্ক: এক সালিশি সভার নাম করে তরুণ তরুণীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুরের চোপড়ার বাংলাদেশ সীমান্তবর্তী লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্ত এলাকার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের ডানহাত বলে পরিচিত। এলাকার মানুষের কাছে তার নাম জেসিবি। স্থানীয় সূত্রে খবর, যে তরুণীকে মারধর করা হয়েছে তিনি বিবাহিত। বিয়ের পর অন্য একটি সম্পর্কে জড়িয়ে প্রেমিকের সঙ্গে তিনি পালিয়ে যান। গ্রামের মাথাদের তরফে বলা হয়, এলাকায় থাকতে হলে ১০ হাজার টাকা দিতে হবে।
আয়োজন করা হয় একটি সালিশি সভার। সেই সালিশি সভায় উপস্থিত ছিলেন জেসিবি সহ গ্রামের অন্যান্যরাও। সভার নাম করে ওই তরুণ তরুণীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মাটিতে ফেলে এক ব্যক্তি লাঠি দিয়ে মারছেন ওই তরুণ তরুণীকে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ঘটনায় একবারের জন্যও প্রতিবাদ করতে দেখা যায়নি স্থানীয় বাসিন্দাদের। যদিও জেসিবির তার পরিচয় থাকার কথা অস্বীকার করেছেন এলাকার তৃণমূল বিধায়ক।