কেন্দ্রের বিচারে সেরা স্বাস্থ্যকেন্দ্রের তালিকায় চন্দননগর ...
আজকাল | ০১ জুলাই ২০২৪
মিল্টন সেন,হুগলি: চিকিৎসা পরিষেবা থেকে যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখে সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রকের বিচারে রাজ্যে সেরা পুর স্বাস্থ্যকেন্দ্রের সন্মান পেল চন্দননগরের শিশু হাসপাতাল। পরিকাঠামো থেকে পরিষেবা, একাধিক বিষয় বিচার করার পর কেন্দ্র সরকারের স্বাস্থ্যমন্ত্রক এই স্বাস্থ্য কেন্দ্রকে সেরার স্বীকৃতি দিয়েছে। চন্দননগরের পুর নিগমের অন্তর্গত ধারাপাড়ায় অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্রটি মুলত শিশু হাসপাতাল নামে পরিচিত। বিভিন্ন মাপকাঠির বিচার করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক চন্দননগরের এই স্বাস্থ্যকেন্দ্রকে ৮৮.৩১ শতাংশ নম্বর দিয়েছে। চন্দননগর পুরনিগম সূত্রে জানা গেছে- সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রকের একটি দল রাজ্যের সমস্ত পুরস্বাস্থ্যকেন্দ্রে ঘুরে পরিকাঠামো থেকে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সমীক্ষা করে। তার মধ্যে রাজ্যের বারোটি পুরস্বাস্থ্য কেন্দ্র সেরার স্বীকৃতি পেয়েছে। সেই তালিকায় রয়েছে হুগলি জেলার একমাত্র ধারাপাড়ার এই স্বাস্থ্যকেন্দ্র। প্রসঙ্গত ২০২৩ সালেও চন্দননগরের একটি পুরস্বাস্থ্য কেন্দ্র সর্বভারতীয় সমীক্ষায় সেরা হয়েছিল। সেই নিরিখে পরপর দু-বছর কেন্দ্রীয় সরকারের বিচারে সেরার প্রশংসা অর্জন করল চন্দননগর। এই প্রাপ্তি ঘিরে পুরকর্তাদের মধ্যে ছড়িয়েছে উচ্ছাস। এ প্রসঙ্গে চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী বলেছেন, সকলকে স্বাস্থ্য পরিষেবা সুন্দরভাবে দেওয়ার ক্ষেত্রে সর্বদাই স্বচেষ্ট পুরনিগম। এই সাফল্য পুর নিগমের সমস্ত স্বাস্থ্যকর্মীর।