ডেঙ্গু নিয়ে আগাম সচেতনতা, পরিকাঠামো উন্নয়নে জোর চুঁচুড়ায়...
আজকাল | ০১ জুলাই ২০২৪
মিল্টন সেন: ডেঙ্গু প্রতিরোধে আগাম ব্যবস্থা নিতে উদ্যোগী হুগলি জেলা প্রশাসন। রবিবার হুগলি চুঁচুড়া পুরসভায় ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, জেলা মুখ্য ডাঃ কর, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়, উপপুরপ্রধান পার্থ সাহা, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ অন্যান্য সিআইসি এবং পুর সদস্যরা। বর্ষা আসতে না আসতেই এলাকায় চার ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। ২০২৩ সালে হুগলি জেলা জুড়ে ডেঙ্গুর বাড়বাড়ন্ত ধরা পড়েছিল। এবার তাই আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা জানান, ডেঙ্গু প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে। পুর প্রধান অমিত রায় জানান ১৭, ১৮, ১৯, ৩০ নম্বর ওয়ার্ডগুলিতে ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে। সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
হকার উচ্ছেদ প্রসঙ্গে পুর প্রধান জানান, আগামী ১ তারিখ জেলাশাসকের সঙ্গে বৈঠক করে একটি সার্ভে টিম তৈরি করা হবে। তাঁরা গোটা চুঁচুড়া জুড়ে ফুটপাথ, অবৈধ নির্মাণ, দখল হওয়া জমি সমস্ত ব্যাপারেই কাজ করবেন। সার্ভে রিপোর্ট জমা করার পরেই তাদেরক অন্যত্র সরিয়ে দেওয়ার নোটিশ দেওয়া হবে। হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের পুরপারিষদ জয়দেব অধিকারী জানিয়েছেন, পরিচ্ছন্নতার দিক থেকে সর্বদাই তৎপর পুরসভা। সর বছর সমস্ত ওয়ার্ডকে পরিষ্কার রাখার কাজ করা হয়ে থাকে। পাশাপাশি চলতে থাকে সচেতনতামূলক প্রচার। তার মধ্যেও সম্প্রতি দু একটি ওয়ার্ডে ডেঙ্গু রোগীর দেখা মিলেছে। তারা বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন। তবুও পুরসভার তরফে আগামী দিনে আরও ভালো করে কাজ কিরা হবে। মহকুমাশাসক নির্দেশ দিয়েছেন, আগামীদিনে ডেঙ্গু প্রতিরোধে আরও জোর দেওয়া হবে। কাজের গতি বাড়বে। তিনি আশাবাদী, ডেঙ্গু প্রতিরোধের এই কঠিন চ্যালেঞ্জ তাঁরা মোকাবিলা করতে সক্ষম হবেন।