আজকাল ওয়েবডেস্ক : আরও ‘লক্ষ্মী’ টানতে এবার পথে নামছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডারের টানে জোড়াফুলে মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার দলের মহিলা সংগঠন আরও শক্তিশালী করতে পথে নামছে তৃণমূল। বস্তুত এই লক্ষ্যে আগামী ১ আগস্ট থেকে টানা একমাস রাজ্যের সমস্ত ব্লক ও পুর অঞ্চলে 'বৈঠকী সাক্ষাৎ' করবে তৃণমূল মহিলা কংগ্রেস। এর পর সেপ্টেম্বর মাসে প্রথম দুসপ্তাহ সাংগঠনিক জেলায় 'মুখোমুখি আমরা' দলের মহিলা কর্মী ও সদস্য নিয়ে কর্মিসভা করা হবে। শনিবার তৃণমূল ভবনে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য কমিটি ও জেলা সভাপতিদের নিয়ে বর্ধিত কর্মসমিতির বৈঠকের পর সংগঠনের এই কর্মসূচির কথা জানিয়েছেন রাজ্য সভানেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । সংগঠনের চেয়ারম্যান তথা সাংসদ মালা রায় জানিয়েছেন, আগামী ৩ জুলাই থেকে ১৮ জুলাই, ২১ জুলাই ‘ধর্মতলা চলো’-র সমর্থনে প্রতিটি জেলায় মহিলাদের কর্মিসভা হবে। ২১ জুলাই প্রত্যেকটি জেলা থেকেই আগেরবারের চেয়ে অনেক বেশি মহিলা কর্মী-সমর্থকদের নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।