• ইন্সুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে মৌ স্বাক্ষর এসএনইউ-র ...
    আজকাল | ০১ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : ইন্সুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে মৌ স্বাক্ষর করল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। পড়ুয়াদের স্বার্থে দুই প্রতিষ্ঠানের এই উদ্যোগ। বাণিজ্য বিভাগের পড়ুয়ারা এর সুযোগ নিতে পারবে। নানা ধরণের ইন্সুরেন্স এবং তাদের ব্যবহার সম্পর্কে ধারণা তৈরি করাই এর প্রধান উদ্দেশ্য। চাকরির বাজারে পরবর্তীকালে এটি অত্যন্ত কাজে দেবে বলেই এই উদ্যোগ।

     এদিনের অনুষ্ঠানে ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও ড. শঙ্কু বোস, এসএনইউ-র চিফ ফিনান্সিয়াল অফিসার সুবীর রক্ষিত, এসএনইউ স্কুল অফ বিজনেসের পরামর্শদাতা প্রফেসর ড. রতন খাসনবিশ, এসএনইউ-র অর্থনীতি বিভাগের প্রধান ড. নবীন কুমার ঝা, কলেজ অফ ইন্সুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান অধ্যক্ষ প্রফেসর বসন্ত কুমার নায়েক, প্রফেসর যুধাজিৎ সেন। এই উদ্যোগে নেতৃত্ব দেবেন কলেজ অফ ইন্সুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ম্যানেজার শ্রীকান্ত পাত্র এবং ইন্ডিয়ান ইন্সুরেন্স ইনস্টিটিউট-এর কার্যকরী সভাপতি অমর কুমার গোস্বামী। এদিন সকলকে স্বাগত জানান এসএনইউ-র বাণিজ্য বিভাগীয় প্রধান প্রফেসর প্রিয়জিৎ কুমার ঘোষ। মৌ স্বাক্ষর করেন এসএনইউ-র রেজিস্ট্রার প্রফেসর ড. সুমন চ্যাটার্জি, কলেজ অফ ইন্সুরেন্সের অধ্যক্ষ প্রফেসর বসন্ত কুমার নায়েক।
  • Link to this news (আজকাল)