• আজ থেকেই রাজ্যে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, ভারী বৃষ্টিতে ভাসবে ৬ জেলা
    আজ তক | ০১ জুলাই ২০২৪
  • উত্তর ওড়িশা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় পূর্ব ঝাড়খণ্ড ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। বিহার সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের উপর ঘূর্ণিঝড় সঞ্চালন উপরের ঘূর্ণিঝড়ের সঙ্গে মিশছে। এই আবহাওয়ার অবস্থার কারণে পশ্চিমবঙ্গের এক বা দুটি জেলায় ভারী থেকে খুব ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই রকম তাপমাত্রা থাকবে। কলকাতায় আগামী তিন-চার দিন বৃষ্টিরসম্ভাবনা রয়েছে। রবিবার সকাল থেকে শহরে মেঘলা আকাশ। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

    রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। সপ্তাহভর উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই ৩ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

    আগামী ৭ দিনের পূর্বাভাস: 
    রবিবার: বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। 

    সোমবার ও মঙ্গলবার: মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। 

    বুধবার থেকে: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

    কলকাতা: আগামী তিন-চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল থেকে শহরে মেঘলা আকাশ। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।

     
  • Link to this news (আজ তক)