মিল্টন সেন,হুগলি: সামান্য বচসা থেকে ঘটনার সূত্রপাত। রাস্তায় ফেলে বেধড়ক মার। মৃত্যু হয় যুবকের। পান্ডুয়ার দ্বারবাসিনীর এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম আশীষ বাউল দাস (২৬), বাড়ি পাণ্ডুয়া থানার অন্তর্গত দ্বারবাসিনীর গরুইগেড় গ্রামে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধেয়। ওইদিন দ্বারবাসিনীর গরুই গেড় গ্রামের বাসিন্দা আশীষ বাউল দাস বন্ধুদের সঙ্গে পাশের গ্রাম বিষহরিতলার মেলা দেখে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। গ্রামে ঢোকার সময় আশীষ দেখেন বাড়ি থেকে কিছুটা দূরে গমুকপাটি এলাকায় মনসা পুজোর মাইক বাজানো নিয়ে একটা গন্ডোগোল চলছে। গোলমাল সেখানে চলছিল সেদিকে যাওয়ার সময় আশীষের বাইক ধাক্কা লাগে এক গ্রামবাসীর। হঠাতই উত্তেজিত হয়ে পড়েন তিনি। শুরু হয় বচসা তর্কাতর্কি, তার পরেই হাতাহাতি। অভিযোগ, আশীষকে বাইক থেকে কলার ধরে টেনে নামিয়ে মারধোর করে কয়েকজন গ্রামবাসী। এলোপাথাড়ি ঘুষি, রাস্তায় ফেলে বুকে লাথি মারা হয়। বন্ধুরা কোনও রকমে আশীষকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। ওই রাতেই বুকে ব্যাথা অনুভব করেন। ঘটনার পরেরদিন, অর্থাৎ শুক্রবার রাতে আশীষের রক্ত বমি শুরু হয়। পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান পরীক্ষা নিরীক্ষার পর তাকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থা আরওসংকট জনক হয়ে পড়ায় তাকে আইসিইউ তে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক। পরে কল্যাণীর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আরও আশঙ্কাজনক হলে এন আর এস হাসপাতালে নিয়ে যাওযার পথে মৃত্যু হয় আশীষের। রবিবার মৃতদেহের ময়না তদন্ত হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। অভিযুক্তদের কঠিন শাস্তি দাবি করেছেন মৃত যুবকের পরিবার এবং বন্ধু বান্ধবরা। ঘটনায় লাল্টু বাউল দাস ও শুভঙ্কর বাউল দাস নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাণ্ডুয়া থানার পুলিশ।