জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস পালন
আজকাল | ০১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় রবিবার জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জেডএসআই-এর ১০৯তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ফনা অফ্ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি অ্যানিম্যাল ডিসকভারিস ২০২৩ এবং প্ল্যান্ট ডিসকভারিস ২০২৩ নামে দুটি তথ্য সম্বলিত বইও প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রাণী বিষয়ক বিভিন্ন নথি প্রকাশ এবং জেডএসআই-এর সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের দশটি মউ স্বাক্ষরিত হয়। এই উপলক্ষে মন্ত্রী অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট ২০২৪-এর উদ্বোধন করেন। আগামীকাল থেকে ৩রা জুলাই পর্যন্ত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা অংশ নেবেন।
এদিকে প্রধানমন্ত্রী 'এক পেড় মা কি নাম' শীর্ষক যে বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন, সেই উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে শিশুরা চারা গাছ রোপন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর 'মন কি বাত' সরাসরি সম্প্রচার করা হয়।