আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতার রেশ ঝাড়গ্রামে। চোর সন্দেহে গণপিটুনিতে বউবাজারে মৃত্যুর ঘটনা ঘটেছে সম্প্রতি। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ঝাড়গ্রামেও। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, কেবল মাত্র সন্দেহের বসে মারধোর করা হয়েছিল সৌরভ সাউ নামের এক টোটোচালক এবং তার বন্ধুকে। ঘটনাটি ঘটে ২২ জুন। রবিবার মৃত্যু হয়েছে টোটোচালকের। হাসপাতালে এখনও ভর্তি তাঁর বন্ধু। পুলিশ অভিযুক্তদের খোঁজ করছে।
জানা গিয়েছে, ২২ জুন সৌরভ এবং অক্ষয় ঝাড়গ্রাম থেকে যাচ্ছিলেন জামবনির দিকে। অভিযোগ খাটকুরায় যন্ত্রাংশ চুরির অভিযোগে দুজনের উপর চড়াও হয় কয়েকজন। পুলিশ দুজনকে উদ্ধার করে প্রথমে চিল্কিগড়ের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।শারীরিক অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে। কয়েকদিনের চিকিৎসার পর, রবিবার সৌরভের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।