• ফি রবিবার গাছ বসাবে ইয়ংবেঙ্গলের সদস্যরা
    এই সময় | ০১ জুলাই ২০২৪
  • সূর্যকান্ত কুমার, কালনা

    রবিবারও ছুটি নেই পূর্বস্থলী ১-এর শ্রীরামপুর ইউনাইটেড স্কুলের ছাত্র রিন্টু, সুদীপদের। প্রতি রবিবার এলাকায় বৃক্ষরোপণের শপথ নিয়েছে ওরা। ৩০ জুন রবিবার নিজেদের স্কুল আর রাস্তার ধারে গাছ বসিয়ে শুরু হলো ওদের শপথরক্ষার কাজ। এবার থেকে প্রতি রবিবার চলবে এই কর্মসূচি। নিজেদের টিফিনের পয়সা বাঁচিয়ে চারাগাছ কিনে এলাকা সবুজে ভরিয়ে তোলার স্বপ্ন দেখছে ওরা।কোথাও রাস্তা চওড়া করতে গিয়ে কেটে ফেলা হচ্ছে রাস্তার ধারের গাছ। আবার বাড়ি তৈরি করতে গিয়েও কাটা পড়ছে গাছ। নগরায়নের দৌরাত্ম্যে গাছ কমে যাওয়ার বিষয়টি ভাবায় রিন্টুদের। কয়েকজন ছাত্র মিলে তৈরি করে ফেলে ইয়ংবেঙ্গল অ্যাসোসিয়েশন। স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সুদীপ দেবনাথ বলে, ‘বর্তমান পরিস্থিতিতে সামগ্রিক ভাবে বিশ্ব কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছে।

    পরিবেশের ভারসাম্যহীনতা আজ সবচেয়ে চিন্তার বিষয়। তাই আমরা নিয়মিত ভাবে এলাকায় বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। এখন থেকে প্রতি রবিবার আমরা গাছ লাগাব।’ নিজেরাই গাছের পরিচর্যা করবে জানিয়ে সুদীপ বলে, ‘গাছ কেনা ও পরিচর্যায় যা খরচ হবে তা আমরা টিফিন খরচ বাঁচিয়েই জোগাড় করব।’

    আপাতত ইয়ংবেঙ্গল অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ১৫। এলাকার নার্সারি থেকে গাছের চারা কিনছে তারা। এদিন তারা মূলত আমচারা বসিয়েছে। এক একটি আমচারা কিনতে খরচ পড়েছে ২৫ টাকা। সুদীপরা জানিয়েছে, প্রথম সপ্তাহে তাদের চারা কিনতে খরচ পড়েছে ৬০০ টাকা। অ্যাসোসিয়েশনের সদস্য একাদশ শ্রেণির ছাত্র রিন্টু দেবনাথ বলে, ‘আজ আমাদের স্কুল চত্বর আর রাস্তার পাশে কিছু গাছ লাগিয়েছি। কোথাও গাছ কাটা হয়েছে দেখলে সেখানে আমরা চারটে গাছের চারা বসাব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই, সকলেই এভাবে সবুজের প্রসারে এগিয়ে আসুক।’

    এমন উদ্যোগের কথা শুনে গাছমাস্টার বলে পরিচিত শিক্ষক অরূপ চৌধুরী বলেন, ‘ওদের এই ভাবনা প্রশংসনীয়। ছাত্রছাত্রীরা নিয়মিত ভাবে গাছ লাগালে তার প্রভাব সুদূরপ্রসারী হবে। যদি ওদের গাছের প্রয়োজন হয়, তাহলে আমাদের গাছ গ্রুপের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা সাধ্যমতো ওদের পাশে থাকার চেষ্টা করব।’
  • Link to this news (এই সময়)