ফের গণপিটুনির ঘটনা রাজ্যে, তারকেশ্বরে যুবককে পিটিয়ে খুন
আজকাল | ০১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: চোর সন্দেহে ফের গণপিটুনির অভিযোগ। এবার ঘটনাস্থল হুগলির তারকেশ্বরে নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকা। জানা গিয়েছে, বেধড়ক মারধরে মৃত্যু হয়েছে বিশ্বজিৎ মান্না নামে এক যুবকের। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, দুই অভিযুক্ত বিকাশ সামন্ত এবং দেবকান্ত সামন্ত সম্পর্কে বিশ্বজিৎের আত্মীয়। রবিবার রাতে বাড়িতে ঘুমিয়ে থাকাকালীন বিশ্বজিৎকে ডেকে তুলে নিয়ে যায় দেবকান্ত। তাঁর দাবি, বিশ্বজিৎ তাদের বাড়িতে চুরি করেছে। এর জন্য বিশ্বজিৎের কাছে টাকাও দাবি করে দেবকান্ত। কিন্তু চুরির অভিযোগ অস্বীকার করে টাকা দিতে চায়নি বিশ্বজিৎ। এরপরেই মারধরের ঘটনা ঘটে। রাস্তায় ফেলে পাইপ দিয়ে বেধড়র মারধর করা হয়। মারের চোটে অজ্ঞান হয়ে পড়েন বিশ্বজিৎ।
তাঁর মা বারবার ছেলেকে ছেড়ে দেওয়ার কথা বললেও কোনো লাভ হয়নি। মৃতের দাদা অভিজিৎ সামন্তর দাবি, তাঁর ভাই চুরি করেনি। তা সত্ত্বেও তাঁকে মারধর করা হয়েছে। রাত দুটো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে বিশ্বজিৎকে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত বিকাশ সামন্তের স্ত্রী রেখা সামন্ত জানান, তাঁর স্বামী এবং ছেলে দেবকান্ত বিশ্বজিৎকে পাইপ দিয়ে মারধর করে। তাঁদের বাড়ি থেকে টাকা চুরি গিয়েছিল। সেই টাকা বিশ্বজিৎ চুরি করেছে এই অপবাদ দিয়ে মারধর করা হয় বলে জানিয়েছেন রেখা। তিনি জানান, যে টাকা চুরির অপবাদ দিয়ে বিশ্বজিৎকে মারধর করা হয় সেই টাকা পরে তাঁদের বাড়িতেই পাওয়া গিয়েছে। সোমবার সকালে বিকাশ সামন্তর বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। এই নিয়ে রাজ্যে গত চার দিনে পাঁচ জনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে। বৌবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পাণ্ডুয়ার পর একই ঘটনা ঘটল তারকেশ্বরে।