তীর্থঙ্কর দাস: ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত দেশজুড়ে পালিত হয় বন মহোৎসব সপ্তাহ। দেশের বিভিন্ন প্রান্তে করা হয় বৃক্ষরোপণ। প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে সচেতনতা প্রচার এবং সুন্দর পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে পালিত হয় বন মহোৎসব। ১ জুলাই দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক গার্লস স্কুলে পালিত হল বন মহোৎসব। দেবদারু, জুই, চাপার মতন ১০০ টি গাছ স্কুলের মাঠে লাগানো হয়েছে। প্লাস্টিকের ছোট টবে পুতে রাখা হয়েছে আম এবং কাঁঠালের দানা। বছরখানেক পরে আম এবং কাঁঠাল গাছগুলি বড় হয়ে গেল অন্যত্র পুঁতে দেওয়া হবে বলেই জানিয়েছেন অন্যতম উদ্যোক্তা রমেশ চন্দ্রন। স্কুলের পড়ুয়াদের হাতে দেওয়া হয়েছে নিম গাছ, পেঁপে গাছের বীজ যেগুলো তাঁরা নিজেদের মতন করে মাটির টবে পুঁতেছে। অন্যদিকে বিভিন্ন গাছের সম্পর্কে অবগত করা হয়েছে ছাত্রছাত্রীদের। স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, ফিকাস পান্ডা গাছের উপকারিতার সম্বন্ধেও শিক্ষক-শিক্ষিকাদের তরফে বোঝানো হয়েছে ছাত্রছাত্রীদের। শিক্ষিকা মালবিকা পারিরা জানিয়েছেন, এই কাজে যুক্ত হতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছেন। তিনি আরও বলেন, 'পরবর্তী প্রজন্ম যদি দায়িত্ব না নেয় তাহলে পরিবেশ বাঁচানো কঠিন হয়ে পড়বে।' গাছ লাগান প্রাণ বাঁচান আমরা প্রত্যেকেই জানি কিন্তু গাছগুলি লাগানোর পর সেগুলোর দেখভাল করার লোকের অভাব হয়ে যায়, তাই ছাত্র-ছাত্রীদের ওপর পরিবেশ রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলের তরফে।