আজকাল ওয়েবডেস্ক: ভোট মিটতেই বাংলায় বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। যদিও দেশের অধিকাংশ শহরেই দাম অপরিবর্তিত। কলকাতায় আইওসি-র পাম্পে প্রতি লিটার পেট্রলের দাম ১.০১ টাকা বেড়েছে। দাম বেড়ে হয়েছে ১০৪.৯৫ টাকা। প্রতি লিটার ডিজ়েলের দাম ১ টাকা বেড়ে হয়েছে ৯১.৯৬ টাকা। পয়লা জুলাই থেকে এই দাম কার্যকর হবে। ওয়েস্টবেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেন জানিয়েছেন, রাজ্য তেলের দামে ১ টাকা করে ভ্যাট বসিয়েছে। সেই কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে।
প্রসঙ্গত, লোকসভা ভোট চলাকালীন মার্চের মাঝামাঝি সময়ে প্রায় ২ টাকা দাম কমেছিল পেট্রল-ডিজেলের। ভোটপর্ব মিটতেই ফের ধাক্কা।