• চোপড়া কাণ্ডে আইসিকে শোকজ
    প্রতিদিন | ০১ জুলাই ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোপড়ার ঘটনায় কড়া রাজ্য পুলিশ। সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনায় চোপড়ার আইসিকে শোকজ করল প্রশাসন। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় বিরোধীরা বার বার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। এর মাঝেই রাজ্য পুলিশ জানিয়ে দিল, তারা তৎপর। দ্রুত ব্যবস্থা নিচ্ছে। মূল অভিযুক্তকেও গ্রেপ্তারও করা হয়েছে।

    রবিবারই প্রকাশ্যে এসেছে চোপড়ার সালিশির ভিডিও। যাতে দেখা গিয়েছে, কঞ্চি হাতে বেধড়ক মারধর করছেন এক তরুণীকে। তাঁর পুরুষসঙ্গীর তালিবানি নির্যাতনের শিকার। দুজনের ‘অপরাধ’ পালিয়ে গিয়ে বিয়ে করে সংসার পেতেছিলেন। সেই ঘটনায় রাজ্যে জোর শোরগোল। শাসক-বিরোধীর মধ্যে চলছে জোর আলোচনা। আপাতত পুলিশের জালে জেসিবি। আদালত তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এর মাঝেই চোপড়ার আইসিকে শোকজ করল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। 
  • Link to this news (প্রতিদিন)