• মুকুটে রয়েছে এভারেস্ট জয়ের পালক, এবার মাউন্ট কুনের পথে রমেশ রায়
    এই সময় | ০১ জুলাই ২০২৪
  • দু'বারের চেষ্টায় ছুঁয়েছিলেন এভারেস্টের চূড়া। পাহাড় জয়ের নেশায় আবারও পাড়ি দিচ্ছেন হৃদয়পুরের কৈলাস নগরের বছর ৫২-র পর্বতারোহী রমেশ রায়। তবে এবার আর মাউন্ট এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘা নয়, রওনা দিচ্ছেন মাউন্ট কুন ও পিনাকেলের উদ্দেশ্যে। ৭,০৭৭ মিটারের (২৩,২১৮ ফুট) এই মাউন্ট কুনের পাশাপাশি ৬,৯৫৫ মিটারের মাউন্ট পিনাকেলের চূড়া স্পর্শ করার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন উত্তর ২৪ পরগনার এই পর্বতারোহী। আগামী ৪ জুলাই যাত্রা শুরু করছেন রমেশ রায়। ইতিমধ্যেই গন্তব্য ও রুট চূড়ান্ত হয়ে গিয়েছে।দিল্লি থেকে লে, কার্গিল হয়ে সেখান থেকেও ১০০ কিলোমিটার দূরে সপথ নালা থেকে হাঁটা পথে পর্বত জয়ের যাত্রা শুরু করবেন রমেশ রায়। আর তার জন্যই এখন চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। তাঁর এই পর্বত যাত্রার আগে, পর্বতারোহী রমেশ রায়কে বিশেষ সংবর্ধনা দিল বারাসাতের একটি ক্লাব। রমেশ রায়ের সঙ্গে কথা বলে জানা যায়, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ভূগোল বইয়ের পাতায় বিভিন্ন পাহাড় পর্বতের বিষয়ে জানার পর থেকেই, পর্বতারোহণের প্রতি ঝোঁক তৈরি হয়। নিজের স্বপ্নকে ছুঁতে মানসিকভাবে প্রস্তুতি শুরু করেন তিনি।

    আবারও মিশনে যাচ্ছেন রমেশ রায়

    ২০০২ সালে প্রথম হিমাচলপ্রদেশের একটি শৃঙ্গ দিয়ে যাত্রা শুরু রমেশ রায়ের। এরপর ২০০৫ সালে নন্দা ঘুন্টি, ২০০৬ সালে মাউন্ট শিবা, ২০০৭ সালে মাউন্ট কমেট, ২০১০ সালে গঙ্গোত্রী ওয়ান, ২০১১ তে মনিরাং, ২০১৫ সালে রামজাক, সহ একাধিক পাহাড় জয়ের সাফল্য রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৫ সালে মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্য নিয়েও এগিয়েছিলেন, কিন্তু সেবার ভাগ্য সহায় ছিল না। নেপালে ভূমিকম্পের কারণে বেস ক্যাম্পের আগে থেকেই ফিরে আসতে হয়। তবে সেবারের মতো মিশন ভেস্তে গেলেও লক্ষ্য থেকে সরে যাননি। ২০১৬ সালে ফের এভারেস্টের উদ্দেশ্যে যাত্রা করেন, আর সেবার সফল হয়েই ফেরেন।

    রমেশ রায়ের মুকুটে রয়েছে একাধিক শৃঙ্গ জয়ের খেতাব

    এরপর ২০১৯ সালে নানা বিপজ্জনক মুহূর্তের সাক্ষী থেকেও কাঞ্চনজঙ্ঘা জয় করেন এই পর্বতারোহী। সেবার কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। তবে তাঁর দুই সঙ্গী কুন্তল ও বিপ্লবের মৃত্যু হয়। মিশন সঙ্গীদের হারানোর যন্ত্রণা আজও মনে দগদগে ঘায়ের মতো রয়েছে। এছাড়াও পর্বতারোহণের ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিন্তু তারপরেও থেমে যাননি রমেশ। আর সেই পর্বতের হাতছানিতে সাড়া দিতেই ফের একবার রওনা দিচ্ছেন তিনি।
  • Link to this news (এই সময়)