পাড়ায় দুষ্কৃতীদের তাণ্ডব। হেনস্থার শিকার অভিনেত্রী কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। পুলিশের দ্বারস্থ হলেন তিনি। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করলেন কাউন্সিলর। অশ্লীল ভাষায় তাঁকে গালিগালাজ, এমনকি তাঁর পায়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ।কাউন্সিলরের অভিযোগ, স্থানীয় একটি কমিটির সদস্যরা পাড়ায় গুন্ডামি চালাচ্ছে, প্রতিবাদ করলে হেনস্থার শিকার হতে বলে অভিযোগ। অভিযোগ, রবিবার সন্ধ্যাবেলা শ্রীপল্লি পল্লী কমিটির সদস্যদের নিয়ে এলাকার একাধিক সমস্যা সমাধানের স্বার্থে গেলে হেনস্থার শিকার হতে হয় কাউন্সিলরকে। উল্লেখ্য, কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য্যকে।
তাঁর অভিযোগ, আগরপাড়া মিলন সমিতি ক্লাবের সামনে শ্রীপল্লি পল্লী কমিটির সদস্যদের মদতে এলাকার লোকজন নিয়ে চড়াও হয়েছিল। নানা অজুহাতে অকথ্য ভাষায় কথাবার্তা বলার পাশাপাশি কাউন্সিলরের সঙ্গে থাকা ব্যক্তিদের ধাক্কাধাক্কি করে এলাকার কয়েকজন যুবক। আর এই ঘটনার জেরে ইতিমধ্যে আতঙ্কিত হয়ে বেলঘরিয়া থানায় দ্বারস্থ হয়েছে তৃণমূল কাউন্সিলর তথা অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর পায়ে আঘাত করা হয় বলেও অভিযোগ কাউন্সিলরের।
দিনের পর দিন আগরপাড়া শ্রী পল্লী এলাকায় নানা রকম অসামাজিক কাজকর্ম চলছে বলে অভিযোগ ওয়ার্ডের কাউন্সিলরের। এলাকা জুড়ে গুন্ডামি থেকে শুরু করে জোর জুলুম চালানোর অভিযোগ বার বার কাউন্সিলরের কাছে এসেছে এমনই বলেন এদিন তিনি। আর এই সমস্ত বিষয়ে সুরাহা করতে শ্রীপল্লি পল্লী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করতে গেলে কাউন্সিলর সহ তাঁর অনুগামীদের হেনস্থা করা হয়। এমনকি অশ্লীন ভাষায় আচরণ করে হুমকি দেওয়ার অভিযোগও কাউন্সিলরের। খোদ তৃণমূল কাউন্সিলরকে এভাবে হেনস্থা করার ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।
শ্রীতমা বলেন, ‘আমি নিজে আতঙ্কিত নই। আমি যবে থেকে কাউন্সিলর হয়েছি, তবে থেকেই অনেকে হুমকি দিয়েছেন। তবে, আমার চিন্তা এলাকাকে নিয়ে। এই এলাকায় যাতে কোনওভাবে অশান্তি না ছড়ায় সেই কারণেই পুলিশের কাছে আর্জি জানিয়েছি।’ স্থানীয় পল্লীর সমিতি অধীনে থাকা সরকারি সম্পত্তি বেদখল হয়ে যাওয়ার বিষয়েই তিনি প্রতিবাদ জানিয়েছেন।