• শপথ নিয়েই তমলুকে অভিজিৎ, কোন সমস্যার সমাধান করবেন আগে?
    এই সময় | ০২ জুলাই ২০২৪
  • তমলুক কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের থেকে এই আসনটি এবার ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। বিচারপতির পদ সামলানোর পর এবার জনগণের প্রতিনিধিত্ব করবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জেতার পর মানুষের কোন কাজে প্রথম মনযোগ দেবেন তিনি, জানালেন নিজেই।জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় দীর্ঘদিন যাবৎ সঠিক টাইমে ট্রেন চলাচল না করায় চরম সমস্যায় পড়ছেন ছাত্র-ছাত্রী থেকে অফিস কর্মীসহ নিত্যযাত্রীরা। বারবার সেই সমস্যার কথা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরে যাতে সমস্যা সমাধান করা যায় সেই চেষ্টা করলেন তমলুকের সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটে জিতে সংসদে গিয়ে শপথ গ্রহণের পরই তমলুকে এলেন তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    নিজের কেন্দ্রে এসেই তমলুক সদর শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং বিভিন্ন সমস্যার কথা মানুষের কাছ থেকে জানেন। এরপর তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান যে দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল ভীষণ অনিয়মিত। ফলে মানুষ খুব সমস্যায় আছে।

    সেই কথা তিনি রেলের দক্ষিণ পূর্ব রেলের জিএম এর সঙ্গে কথা বলে সমস্যার কথা জানিয়েছেন বলে আশ্বাস দেন বিজেপি সাংসদ। তাঁর দাবি, জিএম কথা দিয়েছেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন। লোকসভা ভোটে জেতার পরেই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন সাংসদ হয়েই রেলের সমস্যা নিয়ে কাজ করার ব্যাপারে আশ্বাস দেন।

    তমলুক স্টেশনের এক যাত্রী রিতা ঘোষ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই যাতায়াত করি। এখানে আজকেও ২০ মিনিট দেরি করে ট্রেন ঢুকল। মাঝেমধ্যেই আধ ঘণ্টার উপর ট্রেন দেরিতে চলে। দীর্ঘদিন ধরেই চলে এই সমস্যাটা। এটার তাড়াতাড়ি সমাধান হোক সেটাই আমরা চাইবো’।

    বিষয়টি নিয়ে নব্য নির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বিভিন্ন লোকাল ট্রেন বোধ লেট করছে। এমনকি, অনেক ট্রেন মাঝেমধ্যে বাতিল হয়ে যাচ্ছে। এক দেড় ঘন্টা দেরিতেও অনেক সময় ট্রেন চলে বলে অভিযোগ পেয়েছি। দক্ষিণ পূর্ব রেলের জিএম-র সঙ্গে আমার কথা হয়েছে। উনি খুব দ্রুত বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।’
  • Link to this news (এই সময়)