• ‌মঙ্গলবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল
    আজকাল | ০২ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে এখবর জানানো হয়েছে। বলা হয়েছে, দিল্লি থেকে বিমানে বাগডোগরা যাবেন রাজ্যপাল। সেখান থেকে সড়কপথে উত্তর দিনাজপুরের চোপড়া যাবেন তিনি। কথা বলবেন নির্যাতিত যুগলের সঙ্গে। তারপর বাগডোগরা থেকে বিমানে চেপে ফের দিল্লি যাবেন রাজ্যপাল।

    প্রসঙ্গত, গত বুধবার থেকেই দিল্লিতে রয়েছেন রাজ্যপাল। বরাহনগরের নতুন নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রায়াত হোসেন সরকারের শপথগ্রহণ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে টানাপড়েন চলছে রাজ্যপালের। যার ফলে বিধায়কদের শপথগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। বিধানসভায় শপথগ্রহণের বিষয়ে অনড় তৃণমূল বিধায়করা। এদিকে, গত বুধবার রাজভবনে তাঁদের শপথ গ্রহণের আয়োজন করা হয়েছিল। রাজভবন না গিয়ে বিধানসভায় শপথগ্রহণের দাবিতে ধর্না শুরু করেন দুই বিধায়ক। এই পরিস্থিতিতে গত বুধবার দিল্লি যান রাজ্যপাল। আপাতত সেখানেই রয়েছেন তিনি। সেখান থেকেই চোপড়াকাণ্ড এবং রাজ্যে গণপিটুনির ঘটনা নিয়ে সরব হয়েছেন তিনি। বলেছেন, এর থেকে ‘জঙ্গল’ও ভাল। পাশাপাশি কলকাতার বৌবাজারে গণপিটুনি, মেডিক্যাল কলেজে পুলিশের লাঠিচার্জ নিয়েও সরব হয়েছেন রাজ্যপাল। এবার তিনি যাচ্ছেন চোপড়া। 
  • Link to this news (আজকাল)