• কাশির সিরাপ পাচার করতে গিয়ে মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক...
    আজকাল | ০২ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ কফ সিরাপ পাচারের চেষ্টা। ঘটনায় সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে খবর, মোবারক আলি নামে ওই অভিযুক্তের বাড়ি বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সামশেরগঞ্জ থানার পুলিশ ওই যুবককে ধুলিয়ান রেজিস্ট্রি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, প্রায় ৭৫০ বোতল কফ সিরাপ উদ্ধার হয়েছে। সোমবার ধৃত ব্যক্তিকে বহরমপুর আদালতে পেশ করেছে পুলিশ।

    প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ধৃত যুবক কিছুদিন আগে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সুতির মহলদারপাড়া এলাকা থেকে কফ সিরাপ সংগ্রহ করে ওই বাংলাদেশি নাগরিকরা। তারপর এলাকারই কয়েকজন বাসিন্দার সাহায্যে টোটো করে রবিবার গভীর রাতে সীমান্তের দিকে যাচ্ছিল অভিযুক্ত। সামশেরগঞ্জ থানার পুলিশের একটি দল টোটোটিকে আটকে তল্লাশি চালায়। তাতেই উদ্ধার হয় কফ সিরাপের বোতল। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)