• মুর্শিদাবাদের সুতি এলাকায় ব্যাপক বোমাবাজি, গ্রেপ্তার ১০...
    আজকাল | ০২ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদপুরে সুতি থানার হারুয়া গ্রাম। সংঘর্ষকে কেন্দ্র করে গ্রামে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ‘সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে’। স্থানীয় সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে হারুয়া অঞ্চলের বর্তমান তৃণমূল সভাপতি কটা শেখ সুতির বর্তমান তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের বিপক্ষে ভোট করিয়েছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপর থেকেই এলাকার তৃণমূল কংগ্রেসের তৎকালীন কার্যকরী সভাপতি মাশরেকুল শেখের সাথে কটা শেখের দ্বন্দ্ব শুরু হয়।

    গত পঞ্চায়েত নির্বাচনে মাশরেকুলের নেতৃত্বে ১২টি আসনে জয়ী হন বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা। পরে আরও দুটি থেকে জয়ী বিজেপি প্রার্থীদের সমর্থন নিয়ে বোর্ড দখল করে জোট। ১২টি আসন থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েও কটা শেখের অনুগামীদের বসতে পারে বিরোধী আসনে। নির্বাচনের কিছুদিন পর মাশরেকুল শেখ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সঙ্গে ছিলেন গ্রাম পঞায়েতের সকল সদস্যরাও। এরপর থেকেই গ্রাম পঞ্চায়েত এলাকা নিজেদের দখলে রাখাকে কেন্দ্র করে কটা শেখের সঙ্গে মাশরেকুল শেখের ঠান্ডা লড়াই চলছিল। সোমবার সকালে সংঘর্ষ বড় আকার ধারণ করে। এক গ্রামবাসী জানান, সোমবার সকালে ওই গ্রামের এমএলএ মোড়ের কাছে একটি দোকানে কিছু লোক বসে চা খাচ্ছিলেন। সেই সময় নবাব শেখ নামে এক যুবক এসে বোমাবাজি করে। এই ঘটনায় ১জন আহত হন। এরপরই ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠী একে অপরকে লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
  • Link to this news (আজকাল)