আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারে চলন্ত বাসে ডাকাতি। অভিযোগ, ডাকাতি চলাকালীন বাধা পেয়ে শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঘোকসাডাঙায়। জানা গিয়েছে, সোমবার সকালের দিকে ঘোকসাডাঙা থেকে বাসটি নবদ্বীপের দিকে যাচ্ছিল। রাস্তা থেকে তিন ব্যক্তি বাসে ওঠে। কিছুদূর গিয়েই স্বমূর্তি ধারণ করে তারা।
আগ্নেয়াস্ত্র বার করে যাত্রীদের হুমকি দিয়ে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। বাস চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাস দাঁড় করিয়ে রাখা হয়। গুরুতর আহত হন বাসের কন্ডাক্টর। এর মধ্যেই যাত্রীরা ডাকাতিতে বাধা দেওয়ায় বাসের মধ্যেই শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু ততক্ষণে ডাকাতি শেষ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ডাকাতদের বিবরণ শুনে তদন্ত শুরু করেছে পুলিশ।