ন্যাশনাল মেডিক্যাল কলেজে ধুন্ধুমার, রোগীর পরিজনকে বেধড়ক মার সিভিক ভলেন্টিয়ারের...
আজকাল | ০২ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রোগীর পরিবারকে বেধড়ক মার ন্যাশনাল মেডিক্যাল কলেজে। ঘটনাকে ঘিরে তুলকালাম হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, রবিবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে ঘটনাটি ঘটে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়ে যায়। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটতে হচ্ছে চিকিৎসার জন্য। তার মধ্যেই এমার্জেন্সিতে ইঞ্জেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন রোগী।
আত্মীয়রা সাহায্য চাইলে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার এসে উল্টে তাঁদেরই মারধর করেন বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে রোগীর আত্মীয়দের। এমনকি রেহাই পাননি মহিলারাও। মহিলা পুলিশ ছাড়াই হাত তোলা হয় মহিলাদের ওপর। জানা গিয়েছে, রোগী কলকাতারই বাসিন্দা। ঘটনার পর রোগীকে হাসপাতাল থেকে বাড়িতে যান আত্মীয়রা। তবে ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।