ত্রিফলায় সক্রিয় মৌসুমী বায়, জুলাইয়ের শুরুতে কমবে বৃষ্টির ঘাটতি?
প্রতিদিন | ০২ জুলাই ২০২৪
নিরুফা খাতুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত জোড়া ফলায় ভর করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। তার সঙ্গে দোসর অক্ষরেখা। ত্রিফলার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমতে চলেছে জুলাইয়ের শুরুতেই। সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে নিম্নচাপটি। দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে আছে একটি ঘূর্ণাবর্তও। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে। এই তিন সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে। কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি চলবে। বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গে এবার বর্ষা অনেকটাই দেরিতে এসেছে। বর্ষা প্রবেশের পরও সেভাবে বৃষ্টি হচ্ছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। গত শুক্রবার বৃষ্টিপাত একটু বেড়েছে। তবে এতে গরম কাটছে না। বরং অস্বস্তি আরও বাড়িয়ে তুলছে। আজ ও কাল মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বুধবার তিন জেলায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতে বৃষ্টিপাত বাড়বে। এই তিন জেলায় ভারী বৃষ্টিপাত চলবে।
বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কিছুটা কমবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। এদিনও আকাশ আংশিক মেঘলা ছিল। তাপমাত্রা কম থাকলেও আদ্রর্তাজনিত অস্বস্তি থাকে। কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়।