• দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দুই সিআরপিএফ জওয়ান, চাঞ্চল্যকর ঘটনা মহিষাদলে
    এই সময় | ০২ জুলাই ২০২৪
  • দুষ্কৃতীদের হাতে এবার আক্রান্ত CRPF জওয়ান। এক দুষ্কৃতী দল দুইজন সিআরপিএফ জওয়ানকে মারধর করে এবং তাঁদের মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এলাকায়। দুই জওয়ানকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।মহিষাদলে দুষ্কৃতীদের হাতে সিআরপিএফ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল সোমবার। এদিন সন্ধ্যে নাগাদ মহিষাদলের ৪১ নম্বর জাতীয় সড়কের কাপাসবেড়িয়া এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযোগ, দুইজন সিআরপিএফ আজ সন্ধে নাগাদ কাপাসবেরিয়া এলাকায় ঘুরতে যান। এমন সময় কয়েক দল দুষ্কৃতী তাদেরকে অন্যত্র নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এবং তাদের ফোন থেকে টাকা স্থানান্তরিত করায়।

    স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন ওই এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে দেহ ব্যবসার রমরমা। ফলে দুষ্কৃতী দৌরাত্ম ব্যাপক পরিমাণে বাড়ছে ওই এলাকায়। এর আগে একাধিকবার চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে ওই এলাকায়। এবার খোদ সিআরপিএফ আক্রান্ত হওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। এই ঘটনার খবর পেয়েই স্থানীয় মহিষাদল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে সিআরপিএফ জওয়ানদের উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ।

    কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। ওই সিআরপিএফ জওয়ানদের বয়ান অনুযায়ী দুষ্কৃতীদের খোঁজ চলছে। যদিও, শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

    স্থানীয় এক বাসিন্দা জানান, ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে নানা অসামাজিক কার্যকলাপ হচ্ছে দীর্ঘদিন ধরে। রাজারামপুর এলাকায় এরকম অনৈতিক কাজ চলছে। আজকে তো সিআরপিএফ জওয়ানরা আক্রান্ত হল। তাঁরা সিভিল ড্রেসে ছিলেন। তাঁদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে। তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। মোবাইল নিয়ে জোর করে টাকা ট্রান্সফার করা হল। ওই সিআরপিএফ জওয়ানদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের তাণ্ডব কমানোর ব্যাপারে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন।
  • Link to this news (এই সময়)