• মগরাহাটে ব্যবসায়ীকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ
    এই সময় | ০২ জুলাই ২০২৪
  • ব্যবসায়ীকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। আহত ব্যবসায়ীর নাম অশোক ছাতুই। গোটা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্তমানে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় মাইতির হাট এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ী প্রতিদিনের মতোই ব্যবসার কাজে বের হন। অভিযোগ, ব্যবসার টাকা তুলে ফেরার পথে দিঘিরপাড় বাজারের কাছে অন্ধকার একটি জায়গায় ২ জন দুষ্কৃতী প্রথমে তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হন ওই ব্যবসায়ী। এরপর দুষ্কৃতীরা ব্যবসায়ীর থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

    এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। এরপর আহত ওই ব্যবসায়ীকে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে মগরাহাট থানার পুলিশ। ঠিক কী কারণে ব্যবসায়ীকে গুলি করা হয়েছে তা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। এক্ষেত্রে ব্যক্তিগত কোনও শত্রুতা, না কি ব্যবসায়ীক কোনও রেষারেষি, না কি অন্যকোনও কারণ, সেই সমস্ত দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বলেন, 'অশোক ছাতুই নামে ওই ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। বাড়ি কাছেই একটি মোড়ে ২ জন বাইকে চেপে হেলমেটে মুখ ঢেকে এসেছিল। তিনি খুব নিশ্চিত করে বলতে পারছেন না। বাঁ হাতে এkটা আঘাত আছে। ওঁর থেকে কিছু সন্দেহভাজনের নাম পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।'

    উল্লেখ্য, কিছুদান আগে বেলঘরিয়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করেও ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দিনের ব্যস্ত সময়ে বেলঘরিয়ার রথতলা এলাকায় ঘটে যায় ওই শ্যুটআউটের ঘটনা। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী। তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে ব্যারাকপুর কমিশরাটের পুলিশ। খতিয়ে দেখা হয় এলাকার সিসিটিভি ফুটেজও।

    জানা যায়, ঘটনার দিন ব্যারাকপুরের বাসিন্দা গাড়ি ব্যবসায়ী অজয় মণ্ডল নিজস্ব কালো ভলভো গাড়িতে চেপে কোনও কাজে যাচ্ছিলেন। অভিযোগ, বেলঘরিয়ার কাছে রথতলা মোড়ে জনা কয়েক দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এরপরেই গাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা। দিনেদুপুরে সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
  • Link to this news (এই সময়)