ব্যবসায়ীকে গুলি করে ৭ লক্ষ টাকা ছিনতাই, চাঞ্চল্য মগরাহাটে ...
আজকাল | ০২ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ব্যবসায়ীকে গুলি করে ৭ লক্ষ টাকা ছিনতাই। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মগরাহাট থানার দিঘিরপাড় এলাকায়। জানা গেছে, গুলিবিদ্ধ ব্যবসায়ী অশোক ছাটুই মগরাহাটের মাইতিরহাট এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধেয় ওই ব্যবসায়ী প্রতিদিনের মতো ব্যবসার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দিঘিরপাড় বাজারের কাছে দুষ্কৃতীরা অন্ধকারে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হন ওই ব্যবসায়ী। অভিযোগ, দুষ্কৃতীরা ব্যবসায়ীর কাছ থেকে ৭ লক্ষ টাকা ছিনতাই করে পালায়। স্থানীয়রাই আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যবসায়ীর বাঁ হাতে গুলি লেগেছে। জানা গেছে দুষ্কৃতীরা বাইকে চেপে এসেছিল। মুখ ঢাকা ছিল কালো কাপড়ে। গোটা ঘটনার তদন্তে নেমেছে মগরাহাট থানার পুলিশ।