আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সাতসকালে নিউটাউনে দুর্ঘটনা। নজরুল তীর্থের সামনে উল্টে গেল গাড়ি। গুরুতর জখম হন দু’জন। বিশ্ব বাংলা সরণী দিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল প্রাইভেট গাড়িটি। স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতি ছিল গাড়িটির। নজরুল তীর্থের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। প্রথমে ডিভাইডারে ধাক্কা, তারপর ছিটকে উল্টোদিকের সার্ভিস রোডে গিয়ে পড়ে। তারপরই উল্টে যায় গাড়িটি। গাড়ির চালক ও পাশে বসা যাত্রী গুরুতর আহত হন। রাস্তায় ছিটকে পড়েন দু’জন। স্থানীয়রাই আহতদের হাসপাতালে নিয়ে যান। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। চালক ও যাত্রী মদ্যপ ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।