এবার তমলুক, গয়না চোর সন্দেহে দুই মহিলা সহ শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ...
আজকাল | ০২ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: গণপিটুনির ঘটনা এবার তমলুকে। সোমবার তমলুক থানার নিশ্চিন্তবসান গ্রামে দুই মহিলা এবং এক শিশুকে পিছমোড়া করে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এক গৃহস্থের বাড়িতে ঢুকে গয়না চুরির অভিযোগ উঠেছিল দুই অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে। দুই মহিলার সঙ্গে একটি বাচ্চাও ছিল। অভিযোগ, এক মহিলা স্থানীয় এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে। অভিযোগ ওই মহিলা সোনার গয়না চুরির চেষ্টা করছিল। এরপর ওই বাড়ির এক মহিলার চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসেন। তখন অভিযুক্ত মহিলাকে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তল্লাশি চালালে একটি গয়নার ব্যাগ উদ্ধার হয় বলে দাবি করেছেন কয়েক জন গ্রামবাসী। এরপরেই তিন জনকে পিছমোড়া করে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। দুই মহিলা–সহ শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে গণপিটুনির অভিযোগ অস্বীকার করেছেন গ্রামবাসীরা।