• দার্জিলিং-কালিম্পঙের একাধিক রাস্তা বন্ধে দুর্ভোগ, কোন রুটে যাতায়াত?
    এই সময় | ০২ জুলাই ২০২৪
  • ভোগান্তি চরমে উত্তরবঙ্গে। দার্জিলিং-কালিম্পংগামী একাধিক রাস্তা বন্ধ। দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে নিত্য যাত্রী থেকে শুরু করে পর্যটকদের। টানা বৃষ্টি এবং ধসের কারণে একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তা দ্রুত মেরামত না হলে ভোগান্তি বাড়বে বলে মনে করছেন অনেকেই।ইতিমধ্যেই টানা বর্ষণের জেরে ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ। ধসের জেরে তিস্তা থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। যান চলাচল বন্ধ রয়েছে কালিম্পং এবং পানবু সড়কেও। গোরুবাথান থেকে মংপো সড়কের পরিস্থিতিও ভালো নয়। ধস বাড়লে যে কোনও সময় এই রাস্তাটিও বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। জোড়বাংলো-তিস্তা রোডে ৩ মাইল থেকে ৬ মাইলের মধ্যেও ভূমিধসের খবর মিলেছে।

    গত কয়েকদিন ধরেই ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে অনিয়মিতভাবে গাড়ি চলাচল করছে। গত্যনিবার ধসের কারণে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল জাতীয় সড়কে। বড় পাথর, গাছ পড়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ রাখা হয়। স্বাভাবিকভাবেই, এই রাস্তায় ট্রাফিক জ্যাম হয় বেশ কয়েক ঘণ্টার জন্য। শিলিগুড়ি-কালিম্পং, শিলিগুড়ি-সিকিম যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিনও দেখা যায়, তিস্তা রোড থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় জল জমে গিয়েছে। যে কারণে যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না।

    কোন রাস্তায় যাতায়াত করা যাবে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাওয়ার মেন রোড চালু রয়েছে। সেই রাস্তা দিয়ে পর্যটকদের গাড়ি উপরে পাঠানো হচ্ছে। তিস্তা রোড ধরে যাওয়ার রাস্তাটিতে সমস্যা রয়েছে। অন্যদিকে, জাতীয় সড়ক ১০ বন্ধ থাকার কালিম্পং বা সিকিম যাওয়ার জন্য অসুবিধায় পড়তে হচ্ছে পর্যটকদের। তবে, গোরুবাথান থেকে মংপো যাওয়ার রাস্তায় বৃষ্টি হয়ে জল-কাদা জমে গিয়ে গাড়ি চলাচলের সমস্যা তৈরি হয়েছিল। যদিও, এই রাস্তা দ্রুত মেরামত করে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

    বেশ কয়েক মাস আগে সিকিমে সাউথ লোনাক লেক বিপর্যয়ের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমে বিপত্তি ঘটেছিল। তবে, সড়ক সম্পূর্ণ রূপে মেরামতের বিষয়টি নিয়ে অনেকেই অভিযোগ জানিয়েছেন। বারবার জাতীয়স সড়কে সমস্যা হওয়ার কারণে পর্যটনের অনেকটাই ক্ষতি হচ্ছে।
  • Link to this news (এই সময়)