• নিউটাউনে উলটে গেল বেপরোয়া গতির গাড়ি, গুরুতর আহত ২
    এই সময় | ০২ জুলাই ২০২৪
  • আবারও বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। এবার ঘটনাস্থল নিউটাউন। দ্রুত গতির জেরে উলটে গেল গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত চালক সহ ২ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।জানা গিয়েছে, বেপরোয়া গতিতে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ির। অনুমান করা হচ্ছে, গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। নজরুল তীর্থের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা দিয়ে ছিটকে সার্ভিস রোডে গিয়ে পড়ে ও উলটে যায়। দুর্ঘটনায় গাড়ির চালক ও পাশে বসা যাত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

    স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, বিশ্ব বাংলা সরণী দিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ওই গাড়িটি। মাত্রাতিরিক্ত বেগে গাড়ি ছোটাচ্ছিলেন চালক। ঘণ্টায় প্রায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে দৌড়চ্ছিল গাড়িটি। ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি ছিটকে সার্ভিস রোডে গিয়ে উলটে যেতেই ছুটে যান স্থানীয় বাসিন্দারা। এদিকে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। স্পিডোমিটার থাকা সত্ত্বেও কী ভাবে এত দ্রুতগতিতে গাড়ি ছোটানো হচ্ছিল, তা দেখছে খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে চালক বা সহযাত্রী কেউ মত্ত অবস্থায় ছিলেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার জেরে সাময়িক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

    প্রসঙ্গত, বেপরোয়া গতির কারণে নিউটাউনে দুর্ঘটনা এই প্রথম নয়। গতমাসেই এক তরুণীর মৃত্যু হয় নিউটাউনে। মৃত তরুণী প্রিয়সী পাল হুগলির চুঁচুড়ার বাসিন্দা ছিলেন। জানা যায়, নিউটাউনে নারকেল বাগানের দিক থেকে আকাঙ্খা দিকে যাওয়ার সময় ইকো পার্ক ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সির পিছনে ধাক্কা মারে একটি বাইক। ধাক্কার পরেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন তরুণী। বাইক চালকও ছিটকে পড়েন রাস্তায়। স্থানীয়রা এবং নিউটাউন ট্রাফিক পুলিশ আহতদের চিনারপার্কের কাছে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

    এর আগে ২০২২ সালে, ইকো পার্ক থানা এলাকায় একটি গাড়ির ধাক্কায় এক ভবঘুরে মহিলারও মৃত্যু হয়। জানা যায়, গাড়িটি ওয়েস্টিন সিগন্যাল থেকে বাঁদিকে ঘুরে হজ হাউজের দিকে যাচ্ছিল। অন্যদিকে সেই সময় রাস্তা পারাপার করছিলেন ভবঘুরে ওই মহিলা। অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে ওই মহিলাকে। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
  • Link to this news (এই সময়)