• বাড়ি লিখে দিতে বাবা-মাকে মারধর! পুত্র-পুত্রবধূর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি
    আনন্দবাজার | ০২ জুলাই ২০২৪
  • সম্পত্তি‌ হাতাতে বৃদ্ধ বাবা-মাকে মারধর করা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল পুত্র এবং পুত্রবধূর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের উচ্ছেপোতায়। আক্রান্ত দম্পতির নাম দুলাল সিংহ এবং শান্তি সিংহ। বাবা-মা ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    অভিযোগ, উচ্ছেপোতার বাসিন্দা দুলাল এবং শান্তি প্রায় পুরো সম্পত্তি ছেলেদের নামে লিখে দিলেও বসতবাড়ি রেখেছেন নিজেদের নামে ৷ সেই বসতবাড়িও যাতে লিখে দেওয়া হয়, তার জন্য তাঁদের মারধরের অভিযোগ উঠেছে দম্পতির মেজো ছেলে লখাই সিংহ এবং তাঁর স্ত্রী মেনকা সিংহের বিরুদ্ধে ৷

    স্থানীয় সূত্রে খবর, দুলাল বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন ৷ এই অবস্থাতেও তাঁকে নিত্য দিন অত্যাচার করা হচ্ছে৷ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ছেলে এবং বৌমার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বৃদ্ধ দম্পতি ৷

    এ প্রসঙ্গে শান্তি বলেন, ‘‘আমাদের ঘর থেকে বার করে দেওয়ার চেষ্টা করছে। আগে সব সম্পত্তি ছেলেদের নামে দিয়ে দিয়েছে আমার স্বামী। এখন বাড়িটাও কেড়ে নিতে চাইছে। আমার স্বামী অসুস্থ। আমার মেজো ছেলে আর বৌমা বলছে, বাড়ি লিখে দিলে তবেই দেখবে। সঙ্গে মারধর, অত্যাচার করছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। পুলিশই যা ব্যবস্থা করার করুক।’’

  • Link to this news (আনন্দবাজার)