আজকাল ওয়েবডেস্কঃ বিবাহ বহির্ভুত সম্পর্কের জের। আর তার জেরেই মহিলাকে ডেকে সালিশি সভা বসিয়েছিলেন এলাকার বাসিন্দারা। সবিতা বর্মণ নামের ওই মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে এলাকার মহিলাদের নামে। অভিযোগ, শনিবারের রাতের এই ঘটনার পর, বাড়ি ফিরে আত্মঘাতী হন ওই মহিলা। মহিলার স্বামী নিজে পুলিশে অভিযোগ দায়ের করেন এলাকার কয়েকজনের নামে। তাঁর অভিযোগের ভিত্তিতে সেদিনই পুলিশ ২জনকে গ্রেপ্তার করেছিল। মঙ্গলবার আরও ২জনকে গ্রেপ্তার করার পরে, মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়াল ৪। ঠিক কী ঘটেছিল ফুলবাড়িতে? জানা গিয়েছে সবিতা নামের ওই মহিলা, বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে স্বামী-সংসার ছেড়ে চলে গিয়েছিলেন। দিনকয়েক নিখোঁজ থাকার পর তিনি আবার ফিরেও আসেন। মহিলার স্বামীর অভিযোগ, সবিতা ফিরে এলে এলাকার বাসিন্দারা তাঁকে ডেকে সালিশি সভা বসায়। সালিশি সভায় মারধর-অপমানের পর ওই মহিলা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। গোটা ঘটনায় স্বপ্না অধিকারী নামের এক স্থানীয় তৃণমূল নেত্রীরও নাম জড়িয়েছে। স্থানীয় তৃণমুল নেতা শম্ভু রায় আবার বলছেন, ওই মহিলা আগেও একই ঘটনা ঘটিয়েছেন। এলাকার বাসিন্দারা তাই শাসন করার জন্য দু-চারটে থাপ্পড় মেরেছেন। গোটা ঘটনায় এখনও পর্যন্ত ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।