তীর্থঙ্কর দাস: লাগাতার বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমের তিনসুকিয়া জেলায়। রাস্তায় নেমেছে ধস, ভেঙে পড়েছে একাধিক বাড়ি। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ভারতীয় সেনা। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনা চালাচ্ছে উদ্ধারকাজ। পঞ্চাশেরও বেশি ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে এনেছে ভারতীয় সেনা। দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ এবং খাবার। তিনসুকিয়ার বর ফোকিয়াল গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে অরুণাচল প্রদেশের চাংলং জেলায় উদ্ধারকার্যে অসম রাইফেলস। বন্যাকবলিত এলাকা থেকে ৫০০–র বেশি মানুষকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। অরুণাচলের বিজয়পুর, ধরমপুর, মধুই, শ্রীসতিপুর, হাতি মারা বিল ও চৌকাম এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষদের। অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করে জরুরি খাদ্য এবং ওষুধ দেওয়া হয়েছে প্রত্যেককে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স। ডুয়ার্সে নামানো হয়েছে সেনা। চলছে উদ্ধারকাজ। মালবাজারে লিস নদীর বাঁধ ভেঙে বিপত্তি। রাত থেকে ভারী বৃষ্টিতে বিপত্তি। ওয়াসাবাড়িতে উদ্ধারকার্যে নেমেছে ভারতীয় সেনা।