• সরকারের সমর্থনেই রাজ্যে হিংসার ঘটনা, চোপড়া যাওয়ার আগে বললেন রাজ্যপাল ...
    আজকাল | ০২ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্বপরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার চোপড়ায় যাচ্ছেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবারই জানা গিয়েছিল, দিল্লি থেকে শিলিগুড়ি হয়ে বাগডোগরা যাবেন রাজ্যপাল। সেখান থেকে সড়কপথে মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়া যাবেন তিনি। কথা বলবেন নির্যাতিত যুগলের সঙ্গে। মঙ্গলবার চোপড়ায় পৌঁছনোর আগে, শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর কথায় চোপড়ার ঘটনা। রাজ্যপাল বলেন, ভারতে মহিলারা দেবতা রূপে পুজিত হয়। কিন্তু বাংলায় দেখা যাচ্ছে, মহিলাদের সম্মান করা হচ্ছে না। তারপরেই সরাসরি রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে রাজ্যপাল বলেন, 'রাজ্য সরকারের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিৎ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখছি সরকারই মদত দিচ্ছে। এ রাজ্যে সরকার সমর্থিত হিংসা চলছে। এই বিষয় অত্যন্ত উদ্বেগের।'

    গত বুধবার থেকে দিল্লিতেই রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। চোপড়ার ঘটনার কথা শুনেই শিলিগুড়ি পৌঁছন, নির্যাতিতদের সঙ্গে দেখা করে ফের তাঁর দিল্লি ফিরে যাওয়ার পরিকল্পনা। শিলিগুড়ির সার্কিট হাউসে মঙ্গলবার রাজ্যপাল বললেন, 'আমি দিল্লি থেকে কাজের কাটছাঁট করে এসেছি নির্যাতিতদের পাশে দাঁড়াতে।' বাংলার হিংসা, আইনশৃঙ্খলা নিয়েও এদিন সুর চড়ান তিনি। বলেন, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাজ্যজুড়ে হিংসা দেখা যাচ্ছে তাতে মদত রয়েছে রাজ্য সরকারের এসব মেনে নেওয়া যায় না তাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এখানে তিনি এসেছেন।
  • Link to this news (আজকাল)