• ‌‌জামিন পেলেন আরাবুল
    আজকাল | ০২ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ জামিন পেলেন আরাবুল ইসলাম। খুনের মামলায় ভাঙড়ের তৃণমূল কর্মীকে গত ৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছিল পুলিশ। অবশেষে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে। 
    প্রসঙ্গত, গ্রেপ্তার হওয়ায় ভোটের সময় জেলেই কাটাতে হয়েছিল তাঁকে। এদিন তিনি পেলেন জামিন। প্রসঙ্গত, বারুইপুরের বিজয়গঞ্জে আইএসএফ কর্মী খুনের মামলায় মঙ্গলবার জামিন পেলেন তিনি। এর আগে অন্য নয়টি মামলায় জামিন পান তিনি। আপাতত জেলমুক্ত হবেন আরাবুল। এর আগে জামিন চেয়ে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়েছিলেন আরাবুল। কিন্তু পুলিশ তখন জানিয়েছিল তদন্তের প্রয়োজনে আরাবুলকে তাদের নিজেদের হেফাজতে নিতে হবে। এর পরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবুল। আরাবুলের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, রাজ্যের কাছে জানতে চায় কলকাতা হাইকোর্ট। অবশেষে মঙ্গলবার তাঁকে জামিন দেওয়া হয়।
  • Link to this news (আজকাল)