আজকাল ওয়েবডেস্ক: ধাপা মাঠপুকুর এলাকায় রাসায়নিকের কারখানায় অগ্নিকাণ্ড। জানা গেছে ওই এলাকায় একটি মোবিলের কারখানায় মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। তবে রাসায়নিক কারখানায় প্রচুর দাহ্য পদার্থ এবং রাসায়নিক মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে আশঙ্কা দমকলকর্মীদের। এদিকে এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আশপাশের বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রাসায়নিক কারখানার ভিতর থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়িগুলি খালি করা হয়েছে। দমকল সূত্রে খবর, ওই রাসায়নিক কারখানাটিতে মোবিল তেল ছাড়াও আরও নানা রকম রাসায়নিক পণ্য উৎপাদন হত। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।