• ন্যাশনাল মেডিক্যাল কলেজের ঘটনায় পুলিশের বিরুদ্ধেই তদন্ত কমিটি গঠন হাসপাতাল কর্তৃপক্ষের...
    আজকাল | ০২ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ন্যাশনাল মেডিক্যাল কলেজে রোগীর পরিবারকে বেধড়ক মার সিভিক ভলান্টিয়ারদের। এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করল হাসপাতাল কর্তৃপক্ষ। রয়েছেন ডিন, নার্সিং সুপার-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। কিন্তু হাসপাতালের ভেতরেই এই ঘটনা ঘটায় পুলিশের বিরুদ্ধে আদৌ তদন্ত করা যায় কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। জানা গিয়েছে, এই বিষয়ে সরকারি গাইডলাইন খতিয়ে দেখতে চায় হাসপাতাল। রবিবার হাসপাতাল চত্বরে এক রোগীর পরিবারকে বেধড়ক মারধর করে পুলিশ। ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়ে যায়। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটতে হচ্ছে চিকিৎসার জন্য। তার মধ্যেই এমার্জেন্সিতে ইঞ্জেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন রোগী।

    আত্মীয়রা সাহায্য চাইলে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার এসে উল্টে তাঁদেরই মারধর করেন বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে রোগীর আত্মীয়দের। এমনকি রেহাই পাননি মহিলারাও। মহিলা পুলিশ ছাড়াই হাত তোলা হয় মহিলাদের ওপর। জানা গিয়েছে, রোগী কলকাতারই বাসিন্দা। ঘটনার পর রোগীকে হাসপাতাল থেকে বাড়িতে যান আত্মীয়রা। তবে ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে। এরপরই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিক্যাল সুপার অর্ঘ্য মৈত্রর তত্ত্বাবধানে ডিন, নার্সিং সুপারদের নিয়ে তদন্ত কমিটি তৈরি হয়েছে। ঘটনা খতিয়ে দেখে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিটি।
  • Link to this news (আজকাল)