• মনোরোগের শুশ্রূষায় কবিতা
    আজকাল | ০২ জুলাই ২০২৪
  • সঙ্ঘমিত্রা মুখোপাধ্যায়:‌ ‘‌যদি আকাশের গায় কান না পাতি/ তোমার কথা শুনতে পাবো না’‌— গানটি তন্ময় হয়ে গাইছিলেন মনোচিকিৎসক দেবাঞ্জন পান। রবিবার বিধাননগরের রবীন্দ্র ওকাকুরা ভবনে। দেবাঞ্জনবাবুর সংস্থা মাইন্ডসেট আয়োজিত এক আলোচনা সভায়। মনোরোগের চিকিৎসায় কবিতা থেরাপির ভূমিকা— এই ছিল ওই আলোচনা সভার উপজীব্য বিষয়। মাইন্ডসেটের সঙ্গে পোয়েট্রি অ্যান্ড অ্যাপ্লায়েড আর্ট থেরাপি ফাউন্ডেশন–এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সভা। 

    সত্যিই, আকাশের গায়ে কান পাতার বোধ, শিক্ষা যদি না থাকে তাহলে তো কোনও শব্দই বোধগম্য হয় না! এই শিক্ষাই তো মাইন্ডফুলনেস থেরাপির অঙ্গ, বলছিলেন মনোচিকিৎসক ডক্টর পান। ওঁর কথায়, মনোচিকিৎসার দুই দিক। এক হল নিরাময়মূলক, অন্যটি প্রতিরোধমূলক। মনের ক্রনিক সমস্যার চিকিৎসায় চলে থেরাপিউটিক ট্রিটমেন্ট। এই থেরাপিতে কবিতাও বিশেষ প্রভাব ফেলে রোগীর মনে। কীভাবে কবিতার ব্যঞ্জনা, স্বরক্ষেপণ, অভিব্যক্তি ও কবিতার বিষয় মনের চিকিৎসায় যুগান্তকারী হতে পারে তার সংক্ষিপ্ত আলোচনা হল এই সভায়। অ্যালায়েড থেরাপি ফাউন্ডেশন–এর কর্ণধার বিশিষ্ট আবৃত্তিকার শোভন সুন্দর বসু জানালেন, মিউজিক থেরাপি এ দেশে খুবই পরিচিত চিকিৎসা পদ্ধতি। কিন্তু পোয়েট্রি থেরাপি নিয়ে চিন্তাভাবনা এখানে খুব অল্পদিনের। ২০০৭–এ ইংল্যান্ডে গিয়ে জেলখানা, হাসপাতালে মানসিক রোগীদের অ্যাসাইলামে কবিতার আবৃত্তি নিয়ে কাজ দেখে, পরে আমেরিকায় অ্যারিজোনাতে পোয়েট্রি থেরাপির জনপ্রিয়তা দেখে এসে আমাদের এখানে এই কাজ শুরু করায় উদ্যোগী হন ওঁরা। দেবাঞ্জনবাবুর কথায়, পোয়েট্রি থেরাপি আমাদের মস্তিষ্কের বেশ কিছু ফ্যাকাল্টিতে অনেক বেশি কাজ করে মিউজিক থেরাপির থেকেও। 

    বিশিষ্ট কবি অদিতি বসু রায় প্রেমেন্দ্র মিত্রের কবিতা ও ব্যক্তিগত এলিজি পাঠ করে বোঝালেন যে, কবিতা কীভাবে মনের অন্ধকার, ডিপ্রেশন পেরিয়ে আলোর পথের খোঁজ দেয়। ভাষা সংসদের কর্ণধার বিতস্তা ঘোষালের কথায়, পেশাগত অন্যান্য কাজের বাইরে লেখাই একমাত্র অবলম্বন। যার মাধ্যমে অনুচ্চারিত অনেক কথা বলা যায়, প্রতিবাদ প্রতিরোধে সোচ্চার হয়ে ওঠা যায়। 

    প্রবাসী আর জে, সঙ্গীত শিল্পী ও বিজ্ঞানী সায়ন্তী ভট্টাচার্য জানালেন যে, তিনি নিজে রেডিওতে কথা বলে, কবিতা পড়ে একজন অচেনা মানুষের মনকে ছুঁতে চেষ্টা করেন ও ভাল রাখেন। ইএনটি বিশেষজ্ঞ সজল সুর জানালেন, বাচ্চাদের মন প্রতিনিয়ত বদলায়। বাচ্চার ভিতরে কী আছে, কোন্‌ দিকে ঝোঁক তার পরিচর্যা করা, সেই প্রতিভা যেন ঠিকঠাক বিকশিত হয় সে চেষ্টার সঙ্গে সঙ্গে ওর মন খারাপের মোকাবিলায় ওকে ছড়া কবিতা পড়ে শোনানো খুবই প্রয়োজন।‌ মাইন্ডসেট এবং পোয়েট্রি অ্যান্ড অ্যাপ্লায়েড আর্ট থেরাপি ফাউন্ডেশন–এর আলোচনাসভা। 

    মাইন্ডসেট এবং পোয়েট্রি অ্যান্ড অ্যাপ্লায়েড আর্ট থেরাপি ফাউন্ডেশন–এর আলোচনাসভা। 
  • Link to this news (আজকাল)