• মনোরোগের শুশ্রূষায় কবিতা
    আজকাল | ০২ জুলাই ২০২৪
  • সঙ্ঘমিত্রা মুখোপাধ্যায়:‌ ‘‌যদি আকাশের গায় কান না পাতি/ তোমার কথা শুনতে পাবো না’‌— গানটি তন্ময় হয়ে গাইছিলেন মনোচিকিৎসক দেবাঞ্জন পান। রবিবার বিধাননগরের রবীন্দ্র ওকাকুরা ভবনে। দেবাঞ্জনবাবুর সংস্থা মাইন্ডসেট আয়োজিত এক আলোচনা সভায়। মনোরোগের চিকিৎসায় কবিতা থেরাপির ভূমিকা— এই ছিল ওই আলোচনা সভার উপজীব্য বিষয়। মাইন্ডসেটের সঙ্গে পোয়েট্রি অ্যান্ড অ্যাপ্লায়েড আর্ট থেরাপি ফাউন্ডেশন–এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সভা। 

    মাইন্ডসেট এবং পোয়েট্রি অ্যান্ড অ্যাপ্লায়েড আর্ট থেরাপি ফাউন্ডেশন–এর আলোচনাসভা। 
  • Link to this news (আজকাল)