ভারতের বিশ্বকাপ জয়কে স্মরণীয় রাখতে বিশেষ কভার প্রকাশ ডাক বিভাগের...
আজকাল | ০২ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিশ্বকাপ জয়কে স্মরণীয় রাখতে বিশেষ কভার প্রকাশ ডাক বিভাগের। যোগাযোগ ভবনে এক অনুষ্ঠানে ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার কভারটি প্রকাশ করেন। তিনি বলেন, অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমসের স্মরণে ডাকটিকিট এবং বিশেষ কভার প্রকাশ করে ডাক বিভাগ সবসময়ই সহায়ক ভূমিকা পালন করেছে। টি২০ বিশ্বকাপ জয়ের এই বিশেষ কভার ফিলাটেলিস্ট এবং ক্রীড়া প্রেমীদের জন্য সহায়ক হবে। কভারটি ক্রিকেটের প্রতি মানুষের আবেগ এবং দেশের ডাক বিভাগের ঐতিহ্যের প্রমাণ।