চোপড়া কাণ্ডে এবার বিধায়ক হামিদুল রহমানকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার শোকজের চিঠি পাঠানো হয়েছে তৃণমূল বিধায়ককে। সাতদিনের মধ্যে তৃণমূল বিধায়ককে জবাব দিতে বলা হয়েছে।রাজ্য নেতৃত্বের নির্দেশে চোপডার তৃণমূল বিধায়ককে শোকজ করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার জেলা সভাপতি কানাইলাল অগরওয়াল তাঁকে শোকজের চিঠি পাঠিয়েছেন। আগামী সাতদিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে বলে সেই চিঠিতে জানানো হয়েছে। হামিদুল জবাব দিলে তা রাজ্য নেতৃত্বকে পাঠানো হবে। এরপরেই হামিদুলকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব। চোপড়ায় যুগলকে গণপিটুনির ঘটনা প্রকাশ্যে আসার পর হামিদুল যে মন্তব্য করেছিলেন তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে বিধায়ক হামিদুল জানান, তাঁর সঙ্গে গতকাল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি, ঘটনায় অভিযুক্ত নেতা তৃণমূল কংগ্রেসের সদস্য হলে তাঁকে বহিস্কার করার ব্যাপারেও নির্দেশ দিয়েছেন তিনি বলে জানিয়েছেন হামিদুল। তবে, দল থেকে শোকজ করার ব্যাপারে এখনও চিঠি পাননি বলে দাবি বিধায়কের। তিনি বলেন, ‘আমি এখনও কোনও চিঠি পায়নি। চিঠি যদি পাই, তাহলে তার উত্তর দেব।’ বিষয়টি নিয়ে জেলা সভাপতি কানাইলাল অগরওয়াল বলেন, ‘এটাকে আমরা শোকজ বলছি না। সেদিনের ঘটনা নিয়ে রাজ্য নেতৃত্ব রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সেদিনের ঘটনা কী ঘটেছে এবং তারপর বিধায়ক একটা মন্তব্য করেছেন, পুরো বিষয়টি নিয়ে একটি রিপোর্ট চাওয়া হয়েছে। সেটাই আমরা বিধায়কের কাছে জানতে চেয়েছি।’
চোপড়া কাণ্ডের পর বিধায়ক হামিদুলের বক্তব্যে অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের বলে একাংশের ধারণা। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। দ্রুত বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, শো-কজের সিদ্ধান্তে কোনও দেরি হয়নি। দোল যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছেন।
চোপড়ায় প্রকাশ্যে এক যুগলকে প্রহারের পর বেশ কিছু মন্তব্য করতে শোনা যায় বিধায়ক হামিদুর রহমানকে। এই ঘটনায় ভাইরাল হওয়া ভিডিয়োয় যাকে প্রহার করতে দেখা গিয়েছে, তিনি ছাড়াও যাদেরকে প্রহার করা হচ্ছে, তাঁরাও দোষী ছিলেন বলে মন্তব্য করেন তিনি। এমনকি, মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার-বিচার নিয়েও তাকে বেশ কিছু মন্তব্য করতে শোনা যায়।
তৃণমূল বিধায়কের এই বক্তব্যের পর সুর চড়িয়েছে বিরোধীরা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছে বিজেপি থেকে সিপিএম। তবে, এই বক্তব্য তৃণমূল বিধায়ক কেন রেখেছেন, সেই বিষয়ে তাঁর কাছে জবাবদিহি করেছে তৃণমূল কংগ্রেস। দলের শোকজের তিনি কী জবাব দেন, এখন সেটাই দেখার।
উল্লেখ্য, চোপড়ায় যুগলকে গণপ্রহারের পর বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ ইতিমধ্যে জেসিবিকে গ্রেফতার করেছে। তাকে আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জামিন অযোগ্য ধারাতেও তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।